ঢাকা, ০৫ মে, ২০২৫ | বৈশাখ ২২ ১৪৩২
ঢাকা, ০৫ মে, ২০২৫       
Shruhid Tea

নগরকান্দার সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা  টুলু মোল্যার ইন্তেকাল   

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০৩, ২৭ আগস্ট ২০২১

নগরকান্দার সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা  টুলু মোল্যার ইন্তেকাল   

মুক্তিযোদ্ধা টুলু মোল্যা। ছবি-সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান টুলু মোল্যা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। এসময় তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার এশার নামাজের পর রাস্ট্রীয় মর্যাদা শেষে নগরকান্দা মদিনাতুল উলুম ইসলামীয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে তার ছেলে নাঈম মোল্যা জানান।

টুলু মোল্যা নগরকান্দা উপজেলার আটকাহনিয়া গ্রামের মৃত্যু সামাদ মোল্যার ছেলে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত